দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানী ও লাখ লাখ মানুষের অবর্ণনীয় দুর্ভোগে গভীর উৎকন্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া বন্যা কবলিত অঞ্চলে জরুরী সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (৬ অক্টোবর) এক বিবৃতিতে নিহতদের বিদেহ আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে বলেছেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তৃর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী জীবন যাপন করছে। তাদের মাঝে খাবার, ঔষধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুত সময়ের মধ্যে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়ে বন্যার্তদের বাঁচাতে হবে।
অপর এক বার্তায় বন্যার্তদের পাশে থাকতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।