বইমেলায় হালুম, ইকরি, টুকটুকির সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:18:50

বাংলা জনপ্রিয় কার্টুন চরিত্র হালুম, ইকরি ও টুকটুকিকে দেখা গেল বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলায় সিসিমপুর স্টলে।

মেলা চলাকালীন সময়ে প্রতি শুক্র ও শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে শিশু প্রহর। এদিনে হালুম, ইকরি ও টুকটুকির সঙ্গে মেতে ওঠে শিশুরা।

শুক্রবার ( ৮ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত হন শিশু প্রহরে। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি।

এ সময় আর্ল রবার্ট মিলার বলেন, ২০১৩ সাল থেকে ইউএসএআইডি'র সহযোগিতায় সিসিমপুর চলছে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান যা নিউইয়র্কের একটি কার্টুন চরিত্রের আদলে সৃষ্টি। বর্তমানে বাংলাদেশে প্রায় ত্রিশ লাখ শিশুদের কাছে পৌছে গেছে সিসিমপুর।

তিনি আরও বলেন, এটি শুধুমাত্র টিভি অনুষ্ঠান নয়, এটি একটি প্রাকপ্রাথমিক শিক্ষা ব্যবস্থাও। আমরা আমাদের সময়ে থাকা কার্টুন চরিত্রের সঙ্গে বড় হয়েছি আমাদের শিশুরা বড় হচ্ছে হালুম ইকরি টুকটুকির সঙ্গে।

 

এ সম্পর্কিত আরও খবর