চু‌রি হওয়া সম্পদ উদ্ধারে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-13 18:42:36

দুর্নীতি দমন, টাকা পাচার এবং চু‌রি হওয়া সম্পদ উদ্ধারে সহযোগিতা জোরদার করার বিষয়ে ঢাকা-ওয়াশিংটনের আলোচনা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটনে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দফতরের মুখ্য উপসহকারী মন্ত্রী স্মিথ উইলসন বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, আলোচনায় সংস্কার, এমএলএ চুক্তি, ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার বিভাগ এবং মিডিয়াতে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, এই বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দফতর তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে স্মিথ উইলসনের।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ওয়াশিংটন সফরের আগে নিউইয়র্ক সফর করেন। ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের।

এ সম্পর্কিত আরও খবর