ব্যক্তিতান্ত্রিক রাজনীতিতে রাষ্ট্রের কল্যাণ হয় না: নওফেল

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪ | 2023-08-13 16:11:01

'ব্যক্তিতান্ত্রিক রাজনীতি করলে রাষ্ট্রের উন্নয়ন হবে না। তাই ব্যক্তিতান্ত্রিক রাজনীতি নয় রাষ্ট্রের কল্যাণে রাজনীতি করতে হবে।'

শনিবার (৯ ফেব্রুয়ারি) ইউআইটিএস এর নিজস্ব ক্যাম্পাসে দুপুর ১১ টায় বসন্তকালীন নবীনবরণ ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সুফি মোহাম্মদ মিজানুর রহমান মিজান এখন আর চট্টগ্রামের অহংকার নয় জাতির অহংকার। ইউআইটিএস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাখাতে বড় ভূমিকা রাখছেন। সব ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে মুনাফা। সবাই ব্যবসায়ী হতে পারেন কিন্তু দার্শনিক সবাই হতে পারেন না। সুফি মিজান দার্শনিক। কিন্তু ইউআইটিএস এর লক্ষ্য ভিন্ন। উদ্দেশ্য সঠিক থাকলে লক্ষ্য পৌছাতে পারবেনই। আশা করছি ইউআইটিএস বিশ্ব দরবারে প্রতিষ্ঠা লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘যখন পদে থাকবো না তখন যদি প্রশংসা করে মানুষ তখনই সফলতা আসবে।’

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ‘আর কোনো রাজনৈতিক ভেদাভেদ আমরা চাই না। আমরা যদি ব্যক্তিতান্ত্রিক রাজনীতি করি তাহলে ব্যক্তির উন্নয়ন হবে এটা ঠিক। কিন্তু দেশের বা রাষ্ট্রের কল্যাণ হবে না। আমদের রাজনৈতিক কর্মীদের অনেক কিছু শেখার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই রাষ্ট্রের উন্নয়ন হয়েছে। তিনি রাষ্ট্রের কল্যাণে কাজ করেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পিএইপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজ এর কোষাধ্যক্ষ এস আর হিলারী, মিশরের ক্বারী আশেকে ইয়াসির মাহমুদ, ইউআইটিএস এর স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মাজাহারুল হক, বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান।

এ সম্পর্কিত আরও খবর