তিস্তা বাঁচাতে মানববন্ধন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা ২৪.কম | 2023-08-31 17:16:19

কৃষি নির্ভর উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তাকে মরুকরণের হাত থেকে রক্ষা এবং ভারত থেকে পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) রংপুর প্রেসক্লাব চত্বরে তিস্তা বাঁচাও আন্দোলনের আয়োজন করে।

মানববন্ধনে আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠক ড. তুহিন ওয়াদুদ, নদী বাঁচাও কমিটির নন্দিতা দাস, রেদওয়ান ফেরদৌস, হুমায়ূন কবীর, জুবায়ের আলম জাহাজী প্রমুখ।

বক্তারা বলেন, শুকনো মৌসুমের আগেই তিস্তা নদী পানি শূন্য হয়ে পড়েছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশে তিস্তা ব্যারেজ এর সব কটি গেট খুলে দেবার পরেও পানি নেই। কারণ ভারতের উজানে গজল ডোবা বাঁধে তারা সব কয়েকটি গেট বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ন্যায্য হিস্যা থেকে বরাবরই বঞ্চিত রাখছে। এ অবস্থার অবসান না হলে তিস্তা মরা খালে পরিণত হবে।

এসময় বক্তারা ভারত কর্তৃক তিস্তার পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির কঠোর সমালোচনা করেন। বৈরি আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এ মানববন্ধনে নদী রক্ষা কমিটি, কৃষক ও শ্রমিক সংগঠন নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর