ভারতে পালানোর সময় বেনাপোলে আ.লীগ নেতা চন্দন কুমার গ্রেফতার

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2024-10-16 19:18:50

বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সাথী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুণ্ড।

গ্রেফতারকৃত চন্দন কুমার পালকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হবে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তাকর্মী, পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়।

তবে সিসি ক্যামেরায় এদের পালাতে সহায়তাকারীদের শনাক্ত করা গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সংশিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ভারত হওয়ায় বিভিন্ন কৌশলে বৈধ পথে কখনো সীমান্তের অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর