ভেনিজুয়েলার প্রেসিডেন্টের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 11:34:25

ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদসহ সকল সাম্রাজ্যবাদী রাষ্ট্রের হস্তক্ষেপ ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উচ্ছেদ ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে তার প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (এমএল)

শনিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তানা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভেনিজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম ও তেল সমৃদ্ধ দেশ। সেখানকার জনগণ বলিভেরিয়ান বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ সমতাভিত্তিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই প্রচেষ্টাকে ব্যহত করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।

এ সময় বক্তারা ভেনিজুয়েলায় সম্রাজ্যবাদী সকল তৎপরতার নিন্দা ও বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও সে দেশের জনগণের প্রতি একাত্মতা ও সংহতি জানান। তারা সারা দুনিয়ার মুক্তিকামী জনগণ ও প্রগতিশীল শক্তিকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (এমএল)-এর সাধারণ সম্পাদক বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ কৃষক ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।

এ সম্পর্কিত আরও খবর