যমুনায় ড. কামাল হোসেনের দল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2024-10-19 15:09:06

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যর প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পৌনে ৩টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।

সরকার গঠিত সংস্কার কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণফোরাম এসেছে। গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম। 

এছাড়া আজ গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে। 

এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৬ অক্টোবর দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নিতে এই সংলাপ করছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর