টেন্ডার ছাড়াই ইউপি চেয়ারম্যানের গাছ বিক্রি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:08:33

দিনাজপুরে  বোচাগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিপুল পরিমাণ ফলজ ও বনজ কেটে বিক্রির অভিযোগ  সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

শনিবার ( ৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের  মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দিনাজপুর দুদক-এর সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি টিম বোচাগঞ্জ উপজেলায় আজ আকস্মিক এ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পায় ।

দুদক গোয়েন্দা দল দেখতে পায়,বোঁচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদে রাস্তার দুই পাশের গাছ কাটার জন্য ইউপি চেয়ারম্যান টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই ঠিকাদারকে কাজের অনুমতি দেন এবং ঠিকাদার থেকে পাওয়া অর্থ ইউনিয়ন পরিষদ ব্যাংক হিসাবে যথানিয়মে জমা করা হয়নি। এছাড়াও রেকর্ডভিত্তিক বিক্রিত গাছের চেয়ে কাটা গাছের প্রকৃত সংখ্যা অনেক বেশি পাওয়া যায়। এ প্রক্রিয়ায় প্রায় ৩০০০ গাছ কাটা হয়েছে যার আনুমানিক মূল্য ৫০ লক্ষেরও অধিক।

 

এ সম্পর্কিত আরও খবর