মোংলায় আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট | 2024-10-19 17:33:06

বাগেরহাটের মোংলায় দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন ৮৮ জন দাবারু।

শনিবার (১৯ অক্টোবর) থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

অ্যাসোসিয়েশন অব চের্স প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মোঃ এনায়েত হোসেন বলেন, মোংলায় অনুষ্ঠিত এই দাবা খেলায় অংশ নিতে পেরে খুশি দাবারুরা। মোংলাতে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট খেলা হওয়ায় এই অঞ্চলের লোকদের মাঝে দাবা খেলা জনপ্রিয় হয়ে উঠবে। কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে একজন দক্ষ দাবারু তৈরি হয়। খেলার মাধ্যমে একজন ভালো মানুষ হওয়া সম্ভব।

তিনি মনে করেন, বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথায় খেলার উপকরণ সহজলভ্য হওয়ায় যে কেউ দাবা খেলায় অংশ নিতে পারেন। বাংলাদেশে সব বয়সী মানুষেরই খেলাটির প্রতি ঝোঁক রয়েছে।

রোববার মোংলার শেহলাবুনিয়ার সেন্ট পলস ক্যাথলিক চার্চের মিলনায়তনে এই টুর্নামেন্ট শেষ হবে। ৬ রাউন্ডের এই খেলায় অংশ নিয়েছেন দেশের ২৫ জেলার ৮৮ জন দাবারু। খেলা শেষে বিজয়ীকে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রপি হিসেবে প্রাইজবন্ড।

এ সম্পর্কিত আরও খবর