স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:29:50

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শন করতে আসেন তিনি। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় পরিদর্শন উপলক্ষে সচিবালয়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকদের ছাড়া অন্যদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এর আগে নতুন সরকার গঠনের পর জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে কর্মতৎপরতা বাড়াতে তিনি নিজে তাদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্বের কোনো দেশে এতো বেশি বেতন বৃদ্ধির ইতিহাস নেই। বেতন এতো বেশি বৃদ্ধি পাওয়ার পরেও দুর্নীতি কেন হবে? ঐদিন সকল সরকারি কর্মকর্তাকে দুর্নীতিমুক্ত থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘দুর্নীতি মরণ ব্যাধির মতো ছেয়ে আছে। এর গোড়াপত্তন ৭৫ এর পরের শক্তি করেছে। তখন জঙ্গিবাদ সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন সাপোর্ট ছিল। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে।’

সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, 'সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকে না?' এসময় তিনি যেসব চিকিৎসক ও নার্স সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখার নির্দেশ দেন। তিনি বলেন, 'চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।'

 

এ সম্পর্কিত আরও খবর