বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জেরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী নুরে আলম স্বাধীনকে পিটিয়ে রক্তাক্ত করেছে পৌর ছাত্রলীগের নেতা সারোয়ার হোসেন এ্যানিসহ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাত ১টার দিকে আহত নুরে আলমের পিতা বিএনপির কর্মী শাহজাহান মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন এ্যানির পিতা আনোয়ার হোসেন ও ২নং আসামি সারোয়ার হোসেন এ্যানি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে রেলওয়ে পার্কিং এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনকে একা পেয়ে এ্যানি ও তার পিতা আনোয়ার হোসেন ধরে নিয়ে বেধড়ক মারপিট করে মাথায় মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন রক্তাত্ত অবস্থায় নুরে আলমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীলিপ কান্ত নাথ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসাতিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে।