সুনামগঞ্জে ঘুরছে না গাড়ির চাকা, যাত্রীদের ভোগান্তি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2024-10-23 15:22:56

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী নামক স্থানে এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি কঠোর ভাবে পালনে সড়কে নেমেছেন তারা। ভোর ৬টা থেকে থেকে বন্ধ আছে দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, হিউম্যান হলারসহ সকল ধরনের গণপরিবহন। বন্ধ রয়েছে আন্ত উপজেলা যোগাযোগও। এতে দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সব ধরনের সাধারণ যাত্রী। বেশি ভোগান্তিতে পড়েছে মাস্টার্স পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থী সহ সকল জরুরি গাড়ি যেতে দিচ্ছেন শ্রমিকরা।

বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের ভীড়। হাতে, কাঁধে, মাথায় ব্যাগ নিয়ে ছুটছেন যাত্রীরা। কেউ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন কি করবেন ভেবে পাচ্ছে না। কেউবা পাশের কোনো এক ছাউনিতে ব্যাগ নিয়ে বসে আছেন গাড়ি চলার অপেক্ষায়।

জামালগঞ্জ থেকে পরিবারসহ আসা নয়ন আহমেদ বলেন, দুই বাচ্চা, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে আসছি সিলেট যাওয়ার জন্য। এসে দেখি বাস বন্ধ। বৃদ্ধ মাকে নিয়ে বিপদে পড়ে গেছি। আবার ফিরে যেতে হবে।

অরুণা বেগম বলেন, অসুস্থ বাচ্চাকে নিয়ে আসছি, এসে দেখি গাড়ি বন্ধ। অসুস্থদের যেতে দিলেও প্রাইভেট গাড়ি নিতে হবে। এতো টাকা কই পাবো। অপেক্ষা করছি বসে বসে কখন ছাড়বে সেই আশায়।

কর্মবিরতি পালনে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। সকল পরিবহন ও যাত্রীদের চেক করছেন। বিদেশ যাত্রী, রোগী, পরীক্ষার্থী সহ জরুরি কাজে যারা যাচ্ছেন তাদের ছেড়ে দিচ্ছেন বাকিদের যেতে দিচ্ছেন না।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, আমরা তাদের নিয়ে বসেছিলাম। তারা বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছেন। তার প্রেক্ষিতে আজ দুপুর দুইটায় সিলেট ও সুনামগঞ্জের পরিবহন নেতাদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে একটা সুরাহা আসতে পারে।

এ সম্পর্কিত আরও খবর