সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, যান চলাচল স্বাভাবিক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2024-10-23 18:02:19

সুনামগঞ্জে এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এতে বুধবার (২৩ অক্টোবর) দিনভর ভোগান্তি শেষে বিকেলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের কথা জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া।

জুয়েল মিয়া বলেন, সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছিলাম আমরা। দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে আলোচনা হয়। আলোচনায় কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন এক মাসের মধ্যে টোল আদায় বন্ধ করা হবে। এক মাসের মধ্যে বন্ধ না হলে আবার কর্মসূচি পালন করা হবে।

এদিন সকাল থেকে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি কঠোরভাবে পালনে সড়কে নামেন তারা। ভোর ৬টা থেকে থেকে বন্ধ ছিল দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, হিউম্যান হলারসহ সকল ধরনের গণপরিবহন। চরম ভোগান্তিতে পড়েন দূর দুরান্ত থেকে আসা যাত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর