উত্তর চট্টগ্রামের ৭ উপজেলায় নৌকা পেলেন যারা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 18:36:38

চট্টগ্রাম উত্তর জেলার সাত উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ধাপে এ সাত উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে দক্ষিণ জেলার বাকি সাত উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে পারে।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নৌকায় মনোনীত এসব প্রার্থীদের নাম ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকার চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলার রাউজান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়িতে নাজিম উদ্দিন মুহুরী, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান, সন্দ্বীপে শাহজাহান, সীতাকুণ্ড আবুল্লাহ আল মামুন, মিরসরাই জসিম উদ্দিন ও হাটহাজারীতে রাশেদুল আলম ।

এ ব্যাপারে ফটিকছড়ি থেকে মনোনয়ন পাওয়া নাজিম উদ্দিন মুহুরী বার্তা২৪.কমকে বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলার সব প্রার্থীদের চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী। নামগুলো ঘোষণা করেছেন দলে সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। এ ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেছে দল।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা একাধিক নাম পাঠালেও চট্টগ্রামের সাত উপজেলার প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।’

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বার্তা২৪.কমকে বলেন, ‘চট্টগ্রামে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। আগামী ১৮ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে উত্তর জেলার সাত উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলার বাকি সাত উপজেলায় হয়ত তৃতীয় ধাপে নির্বাচন হতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর