ভারতে থাকার মেয়াদ বাড়ল তসলিমার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-24 09:02:29

বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মেয়াদ বাড়ানোর জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়ায়।

আবেদন বার্তায় তিনি লিখেছিলেন, ‘প্রিয় অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে বসবাস করছি, কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। গত ২০ বছর ধরে এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স ভিসার মেয়াদ আর বাড়ায়নি। আমি খুবই উদ্বেগ বোধ করছি। আপনি যদি আমাকে এই দেশে থাকতে দেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।’

তসলিমার এই পোস্টের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ ব্যাপারে তাকে অবহিত কারার পর এক্স বার্তায় অমিত শাহ ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তিনি বলেছেন, ‘অসংখ্য, অজস্র ধন্যবাদ।’

১৯৯৪ সালে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ১০ বছর সুইডেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন তসলিমা নাসরিন। এই সময়সীমার মধ্যে সুইডেনের নাগরিকত্বও নেন তিনি। এরপর ২০০৪ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। পরে তিনি ২০১১ সাল থেকে দিল্লিতে বসবাস করছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত আরও খবর