শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল আমেরিকা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:00:02

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমেরিকা। জ্বালানিসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যুৎ ভবনে আমেরিকান একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের বরাত দিয়ে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের বৈঠকে নির্দিষ্ট কোনো প্রকল্প নিয়ে আলোচনা হয় নি। তবে আমেরিকা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী সে কথা জানিয়েছে। আমাদের দু'পক্ষের একটি প্রতিনিধিদল বসে ক্ষেত্র চিহ্নিত করবে। আমেরিকা চায় তাদের মিড লেভেলের কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ সৃষ্টি হোক।

সাইবার সিকিউরিটি, ট্রেনিং ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলেন, আমেরিকা বাংলাদেশের লেবার সেফটি ইস্যু নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ দারুণ সাফল্য অর্জন করেছে।

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থমাস ভাজদাসহ ৮ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর