নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৪ জেলের জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-10-28 16:01:09

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানের সময় জেলেদের নিকট থেকে ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশগুলো স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে ৮ দিন করে কারাদণ্ড ও মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলেদের নিকট থেকে জব্দকৃত প্রায় ৪০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়।

মা ইলিশ সংরক্ষণের স্বার্থে ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। কাজেই এই সময়ের মধ্যে ইলিশ মাছ শিকার ও ক্রয়-বিক্রয়ে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরও খবর