অসুস্থ আইভীকে বিশ্রামে থাকার পরামর্শ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 21:55:37

হঠাৎ অসুস্থ হয়ে পড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আইভীর চিকিৎসক ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্টর ডা. অাতিকুজ্জামান সোহেল সাংবাদিকদের বলেন, ২৪ ঘণ্টার অাগে তার (অাইভী) শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক কিছুই বলা যাবে না। তার মাথায় অাঘাত রয়েছে। অার এই অাঘাতের কারণেই শ রয়ে গেছে। তাই তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ  দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আইভীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ডা. অাতিকুজ্জামান সোহেল এ কথা জানান। রক্তক্ষরণের কারণে ঝুঁকিও বাড়তে পারে বলে মত দেন এই চিকিৎসক। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।   সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ মেয়রকে হাসপাতালে ভর্তি করা হয়। আইভীর ছোট ভাই আলী আহম্মদ রেজা উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগর ভবনে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভী। তাকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে মেয়রকে ঢাকায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা  (আরএমও) আসাদুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে মেয়র আইভীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চার সদস্যের একটি মেডিকেল টিম তার পরীক্ষা-নিরীক্ষা করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের ফুটপাথে হকার বসা-উচ্ছেদ নিয়ে গত মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন পিস্তল উঁচিয়ে বেশ কয়েক রাউন্ড করে। সংঘর্ষ চলাকালে মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর