ঢাকা দক্ষিণ সিটির ভোটও স্থগিত

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 05:08:45

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পর দক্ষিণের নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ঘোষিত ওই তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ভোটার তালিকা প্রস্তুত না হওয়া, কাউন্সিলরদের মেয়াদকাল উল্লেখ না থাকা, ইউপি চেয়ারম্যানের অব্যাহতি সংক্রান্ত গেজেট প্রকাশ না হওয়া- এমন আইনি যুক্তি তুলে ধরে ডেমরার ভোটার মোজাম্মেল মিয়া রিটটি করেন। গত বুধবার বিকেলে করা এই রিটটি বৃহস্পতিবার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী পার্থ সারথি ম-ল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদি হাসান খান। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়রপদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উভয় সিটিতে ভোটের দিন ঠিক করা হয় ২৬ ফেব্রুয়ারি। ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে দুই ইউপি চেয়ারম্যানের করা রিট আবেদনে হাইকোর্ট বুধবার উত্তরের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।

এ সম্পর্কিত আরও খবর