হাজীগঞ্জে ভাঙচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-10-30 17:47:09

চাঁদপুরের হাজীগঞ্জে ভাঙচুরের মামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন একটি শো-রোমের মালিক সেলিম মিয়া।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অজ্ঞাত আসামিদের মধ্যে তাকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর