মব জাস্টিসসহ সব হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত: ভলকার তুর্ক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-30 18:53:12

বাংলাদেশে গণঅভ্যুত্থান পূর্ব ও পরবর্তীতে পুলিশ হত্যা ও মব জাস্টিসসহ সব হত্যারই সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কমিশন গঠনের মধ্য দিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। যে কোনো হত্যার বিচারের জন্য অনুসন্ধান প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করাটাই আমাদের লক্ষ্য। আমাদের কাজই হলো বাংলাদেশের এই পরিবর্তনে পূর্ণ সহায়তা করা। নতুন সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে, তারা সকলের সহায়তা পেলে সব কিছুই করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশের মানবাধিকারের বিষয়ে ভলকার তুর্ক বলেন, আগের সময়ের থেকে মানবাধিকারের অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবো।

সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, সংঘালঘুদের উপর অত্যাচারের বিষয়গুলো ভালো করে যাচাই করতে হবে। সব কিছুই আমাদের তদন্তের আওতায় আসবে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করার জন্যই আমরা ঢাকায় অফিস নিতে আগ্রহী।

রোহিঙ্গাদের সাহায্যের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে অনেক বেশি সাহায্য আমাদের কাছে চাওয়া হয়। অনেক ধরনের উদাহরণ আছে আমাদের কাছে। রোহিঙ্গাদের সাহায্য করা কঠিন হলেও আমরা সহায়তা করে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর