মাগুরায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়।
সাজাপ্রাপ্ত আসামি নিহত আলী আকবর (৭৮) জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। নিহতের কয়েদি নাম্বারঃ ৩০৭১।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় আলী আকবরকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, ১৯৮৯ সাল থেকে খুন, ডাকাতি ও অস্ত্র মামলায় যাবজ্জীবন কারা ভোগ করছিলেন আলী আকবর। সে দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিল। দুপুরে হঠাৎ কারাগারে অসুস্থবোধ করে সে। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।