চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি মূল্যের সোনার বার জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-10-30 19:51:32

চুয়াডাঙ্গার হুদাপাড়া সীমান্তে পাচারের সময় ৬টি সোনার বার জব্দ করেছে বিজিবি। ৮৭০ গ্রাম ওজনের ৬টি সোনার বারের মূল্য প্রায় এক কোটি টাকা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত থেকে এসব সোনার বার জব্দ করা হয়। এসময় এক চোরাকারবারি মোটরসাইকেল ও সোনার বার ফেলে পালিয়ে যান।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হুদাপাড়া মাছপাড়া নামক স্থান দিয়ে সোনা চোরাচালান হবে মর্মে তথ্য পায় বিজিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনুল করিম ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাছপাড়া নামক স্থানে অবস্থান নেয়। বুধবার দুপুরে বিজিবির টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে গতিরোধ করে।

এসময় ওই মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে ওই মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। ওই প্যাকেটের ভেতর হতে ৮৭০ গ্রাম ওজনের ৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর