বগুড়ায় কৃষকের সবজি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন ছাত্ররা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2024-10-31 17:38:52

বগুড়ায় সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে এবার মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সরাসরি কৃষকের নিকট থেকে সবজি সংগ্রহ করে ভোক্তা পর্যায়ে বিক্রি শুরু করেছেন তারা। অনেকটাই কম দামে বিক্রি করায় এই বাজারে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে সবজির বাজার বসানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, বগুড়া শহরের সাতামাথায় মুক্তমঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে এই সবজির বাজার। বাজারে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে এখানে। একজন কৃষক চাইলে সরাসরি সবজি এনেও নির্ধারিত দামে সবজি বিক্রি করতে পারবেন।

ন্যায্যমূল্যের এ বাজার বসতে না বসতেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন বাজার থেকে অনেক কম দামে।

মুক্তমঞ্চের এই সবজি বাজারে টাঙ্গিয়ে রাখা মূল্য তালিকা অনুযায়ী বৃহস্পতিবার এ বাজারে বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫৭ টাকা পিস, পটল ৪০ টাকা কেজি, মূলা ২০ টাকা কেজি, আলু ৫২ টাকা কেজি, কাঁচা মরিচ ১১০ টাকা কেজি ও পেঁয়াজ ১শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

এদিকে শহরের অন্যান্য বাজারে এদিন বেগুন ৫৫ থেকে ৬০ টাকা কেজি, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা পিস, পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি, মূলা ৩৫ থেকে ৪০ টাকা কেজি, আলু ৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা কেজি ও পেঁয়াজ ১১০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

ন্যায্যমূল্যের এ বাজারে ধনিয়া পাতা, করলা, লাউ, বরবটি, মিষ্টি কুমড়াসহ আরো অনেক সবজি বাজারের চেয়ে অনেক কম দামে বিক্রি করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বাজারে ক্রেতাদের আশানুরূপ সাড়া পেলে শহরের উন্মুক্ত কোনো স্থানে স্থায়ী রূপ দেয়া হবে বাজারটিকে। যেখানে কৃষক তার সবজি সরাসরি ভোক্তার নিকট ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন। এতে করে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে সবজির বাজারে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। তারা জানান, এ বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগন সার্বিক সহযোগিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর