যাত্রাবাড়ীতে কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:18:30

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-১০। সেই সঙ্গে র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে বার্তা২৪.কমকে জানান র‌্যাব-১০ উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।

অভিযানের দায়িত্বে থাকা র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিয়া বার্তা২৪.কমকে বলেন, নানা সময় পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে কোচিং সেন্টারের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। চলমান এসএসসি পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং চালিয়ে যাওয়ার তথ্য আসছে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে। আর এর প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, এখানে এ কে স্কুল সংলগ্ন যেগুলো কোচিং আছে। সেখানে অভিযান চালানো হচ্ছে।

অভিযানে প্রিভেইল টিউটরিয়াল হোমের পরিচালক আতিকুর রহমানকে ১০ দিনের কারাদণ্ড ও কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর