টাঙ্গাইলে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2024-10-31 22:48:31

সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব।

উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ি, রানী দীনমনি মহাশ্মশান এলাকা ভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। সারারাত অমাবস্যা তিথীতে অনুষ্ঠিত হবে শ্যামা পুজা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন।

সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।

এ সম্পর্কিত আরও খবর