সাবেক জ্বালানি সচিবের বিরুদ্ধে মামলা চলবে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 20:26:50

দুর্নীতির মামলা বাতিলের আবেদনের রুল খারিজ করায় এবং স্থগিতাদেশ তুলে নেয়ায় সাবেক জ্বালানি সচিব এ এন এইচ আখতার হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

একইসঙ্গে আদালত মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেছা রত্না। আসামি পক্ষে ছিলেন আইনজীবী একেএম শামসুদ্দিন।

সাবেক এই সচিবের পক্ষ থেকে মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ৬ জানুয়ারি রুল জারি করে তিন মাসের জন্য মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ বিভাগের অধিনস্ত ডেসকোর ৬১ হাজার প্রাথমিক শেয়ার ( প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০০ টাকা ) নিজে গ্রহণ করেন। ডেসকোর আইন অনুযায়ী এই শেয়ার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সংরক্ষিত থাকার কথা।

দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৮ আগস্ট দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। 

 

এ সম্পর্কিত আরও খবর