আগামী এডুকেশন ফাউন্ডেশনের বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

, জাতীয়

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-03 11:54:42

প্রতি বছরের মত এবারও আগামী এডুকেশন ফাউন্ডেশন থেকে বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৪ আয়োজিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরের জাফরান অডিটোরিয়ামে 'জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ' বিষয়বস্তুকে কেন্দ্র করে বার্ষিক বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য ছিল 'আমাদের জলবায়ু আমাদের ভবিষ্যত, রুখে দেই সব প্রাকৃতিক দুর্যোগ'। মেলায় বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেনইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক সাবরিনা এম ইলিয়াস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক জেসমিন নাহার, আগামী এডুকেশন ফাউন্ডেশন এর ডিরেক্টর অফ প্রোগ্রাম ফাহিমা শাহাদাত, আগামী এডুকেশন ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম, আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. নেহরিন মাজেদ।

উক্ত মেলায় ঢাকার অভ্যন্তরের ৭টি এবং ঢাকার বাইরের ৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন শিক্ষার্থীরা তাদের নিজস্ব দলগত প্রজেক্ট প্রদর্শন করে। প্রদর্শনীতে মোট ১১টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে পিএসডি নন্দীপাড়া স্কুল। সুইস তাহমিনা বানু বিদ্যা নিকেতন ও স্বপ্ন নগর স্কুল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

আয়োজকদের সূত্রে জানা যায়, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রতিবছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। আজকের শিশুরা আগামী দিনের পৃথিবীকে নিরাপদ রাখতে তাদের মধ্যে শিশুকাল থেকেই প্রকৃতি সম্পর্কিত জ্ঞান ও পরিবেশের প্রতি দায়িত্ব পালনের মনোভাব সঞ্চার করতে হবে। যার পরিপ্রেক্ষিতে উক্ত বিজ্ঞান মেলার আয়োজন হয় বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ও বিজ্ঞানসম্মত প্রজেক্ট পরিদর্শন, আলোচনা, প্রশ্নত্তর পর্ব, বক্তৃতা, জ্ঞান প্রচারণা, পুরস্কার বিতরণী ও নানান বিনোদনমূলক কার্যক্রম যেমন পুতুল নাচ ইত্যাদি পরিচালনার মাধ্যমে মেলার আয়োজন সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর