যাত্রাবাড়ীর ৮ কোচিং সেন্টার সিলগালা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 05:02:42

রাজধানীর যাত্রাবাড়ী-দনিয়া এলাকায় ৮ কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১০)-এর উদ্যোগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ দিকে অভিযানের দায়িত্বে থাকা র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফি তানজিয়া বার্তা২৪.কমকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং চালু রাখায়। যাত্রাবাড়ি-দনিয়া এলাকায় ৮ কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের এই এএসপি বলেন, এই কোচিং সেন্টার গুলো ছাড়াও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের গণিতের দু’জন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

তারা নিজ বাসভবনে গোপনে কোচিং চালিয়ে আসছিলেন। তাদের নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর