গভীর রাতে কুষ্টিয়ার জাতীয় পার্টির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-11-04 15:13:58

কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে শহরের হাউজিং কদমতলায় অবস্থিত জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিস আহম্মেদ খান টিটু জানান, রাত আড়াইটার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলে ৮-১০ জন যুবক এসে কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে অফিসের দেখভালের দায়িত্বে থাকা স্বপন বেরিয়ে এলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে গেট খুলে দিতে বলে।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, রাতেই পুলিশকে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি।

অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে সকালে কার্যালয় পরিদর্শন করে গেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভাঙচুর ঠিক নয়। সাইনবোর্ড খুলে ফেলে রেখে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর