নিউ মডেল ফুডে পুরনো পাউরুটি, ভেতরে ছত্রাক

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-04 19:56:07

বেকারির নাম নিউ মডেল ফুড। কিন্তু সেখানেই কিনা বিক্রি হচ্ছিল পুরনো পাউরুটি। শুধু তাই নয়-সেই পাউরুটির ভেতরে বাসা বেঁধেছে ছত্রাক। অথচ কিনা মেয়াদ আছে!

চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় অবস্থিত এই বেকারিতে সোমবার (৪ নভেম্বর) অভিযানে গিয়ে এই চিত্র দেখতে পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এসময় প্রতিষ্ঠানটিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করা, মেয়াদ থাকা অবস্থায় প্যাকেটজাত পাউরুটির মধ্যে ফাংগাস/ ছত্রাক পড়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে পুরাতন স্টিকারের ওপরে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রয়ের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার খান মেডিকেল হলে নির্ধারিত মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় ১০ হাজার টাকা, ক্যাফে আম্মাজান নামের রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দধি বিক্রয় ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮ হাজার, স্বপ্ন নীল স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান, রানা দেবনাথ।

তারা বলেন, ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর