পটুয়াখালীতে এইচপিভি টিকা নেওয়ার পর হাসপাতালে ৭ শিক্ষার্থী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী | 2024-11-06 23:05:18

পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের (মাছুয়াখালী স্কুল) সাত শিক্ষার্থী জরায়ুমুখ ক্যান্সারের এইচপিভি টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে টিকা দেওয়ার পর শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, হাত-পা ঠান্ডা হওয়ার মতো উপসর্গ অনুভব করেন এবং তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ফারজানা আক্তার (১৩), সাহেলা (১৪), সাইফা (১৩), নুসরাত জাহান মিম (১৩), তামান্না (১৪), সামিয়া আক্তার (১৪) এবং তানজিলা আক্তার (১৩) উল্লেখযোগ্য। তারা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী এবং উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.জি.এম. জাহিদুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গত ৫ নভেম্বর থেকে এইচপিভি টিকা গ্রহণ করেছেন। তবে সাতজন শিক্ষার্থী আজ অসুস্থ হয়ে পড়েন। তিনি মনে করেন, শিক্ষার্থীরা টিকা নেওয়ার সময় বেশ কিছুটা ভয় পেয়েছিল, যার কারণে তাদের শারীরিক সমস্যা তৈরি হতে পারে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান জানান, টিকা দেওয়ার আগে শিক্ষার্থীদের পেট ভরা থাকা প্রয়োজন। তবে অনেক শিক্ষার্থী অনাহারে টিকা নিয়েছিল এবং তা জানায়নি। তিনি জানান, এটি মনস্তাত্ত্বিক কারণে হতে পারে এবং গুরুতর কোনো সমস্যা নেই।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, টিকা দেওয়ার আগে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা যাচাই করা উচিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর