রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়া শক্তিশালী করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী | 2024-11-07 00:10:07

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওডি) অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার সাহা। তিনি দুর্যোগ ঝুঁকি কিভাবে কমানো যায় এবং জরুরি সাড়া দেওয়ার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মাসুদ হাসান এবং রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর