রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-11-07 07:30:03

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন রাজবাড়ীর ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এতে সহযোগিতা করেছে রাজবাড়ী সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান। তিনি জানান, বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী জেলার ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল -হাসানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার ও কুটির হাট বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসানের নেতৃত্বে এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলার সদর উপজেলার বাজার ও কুটিরহাট বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার কল্যাণপুর বাজার, বড় বাজারে ও কুঠির হাট এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সদর উপজেলার বড় বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ১টি প্রতিষ্ঠানকে ১হাজার টাকা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী এর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান পরিচালিত বাজার তদারকি অভিযানের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে সদর উপজেলার কল্যাণপুর বাজারের ২টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর