১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।
শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে যুবদলের উদ্যোগে গৌরীপুর পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যেমন আমাদের গুরুত্বপূর্ণ দিবস। তেমনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিবস। কারণ এই ৭ নভেম্বরের এদেশের সিপাহি জনতা বিপ্লব ঘটিয়ে মহান আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় এনেছিল। ৭ নভেম্বরের প্রেক্ষাপটের মধ্য দিয়েই বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল’।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে আমরা এই দিবসগুলো সুন্দর ভাবে পালন করতে পারিনি। দলের কর্মসূচি পালন করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য্য ধরতে। আমার ধৈর্য্য ধরেছি। একটি সুষ্ঠু নিরপক্ষে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর আইনের শাসনের মাধ্যমে সকল অন্যায়-অত্যাচারের সুষ্ঠু বিচার করা হবে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, যুবদল নেতা মনোয়ার জাহান সফল, বাবুল মেম্বার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, আতাউর রহমান, মিপন মিয়া, পিপলু, বাদল, শরীফ, সাখাওয়াত, মতিন শাহ, জহির আলম, শাওন আহমেদ, রাসেল, রবিন, আল-আমিন, মামুন প্রমুখ।