হজে ব্যাঘাত ঘটালে দৃষ্টান্তমূলক শাস্তি: ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:04:47

সুষ্ঠুভাবে হজ পালনে কেউ ব্যাঘাত ঘটালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, ‘এ বছর আল্লাহর মেহমানদের অত্যন্ত সন্তুষ্টচিত্তে হজ করানোর চেষ্টা করছি। তাদের কোনো কষ্ট হবে না, এ নিয়ত করছি। যদি কেউ ব্যাঘাত ঘটায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হতে হবে। যাতে কেউ হজের মেহমানদের নিয়ে ছিনিমিনি করার সুযোগ না পায়।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হজ প্যাকেজে খরচ বাড়েনি দাবি করে তিনি বলেন, 'সৌদি সরকার করসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি করলেও সে তুলনায় খরচ বাড়েনি, বরং কমেছে। গতকাল ঘোষিত প্যাকেজ-১ এর খরচ চার লাখ ১৮ হাজার ৫১৬ টাকা ঘোষণা করা হয়। সৌদি সরকার কমবেশি ২৫ হাজার টাকা বৃদ্ধি করায় এ প্যাকেজ হওয়ার কথা ছিল চার লাখ ৪২ হাজার ৯১০ টাকা।’

‘সেই হিসেবে খরচ কমেছে ২৪ হাজার ৪১০টাকা। একইভাবে প্যাকেজ-২-এ গত বছর ছিল তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা, এবার তিন লাখ ৪৪ হাজার টাকা। সৌদি সরকার এ প্যাকেজে ১২ হাজার টাকা বৃদ্ধি করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত বিমান ভাড়া ২০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। সেই হিসেবে প্যাকেজ হওয়ার কথা ছিল তিন লাখ ৭০ হাজার টাকা। কিন্তু গতকাল প্যাকেজ ধরা হয়েছে তিন লাখ ৪৪ হাজার টাকা। সেই হিসেবে ব্যয় কমানো হয়েছে ২৬ হাজার ৩৯৫ টাকা।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের বিষয়টি অধিক তীক্ষ্ণভাবে নজর দিয়ে থাকেন। প্রতিবছরই এ বিষয় নিয়ে খবর রাখেন, এবারও রাখছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের হাজীরা যেন সুখে-শান্তিতে ও ভালভাবে হজ করতে পারে। এ ব্যাপারে আপনারা কাজ করুন এবং আমার যা সম্ভব তা আমি করবো।’

এ সম্পর্কিত আরও খবর