ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের তার এলাকা থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিন লিটনের বিরুদ্ধে ভোলা ও দৌলতখনা থানায় মারামারি, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন লিটন উপজেলার উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময় হামলা ও মারধর করতেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পাড়তেন না। এমনকি তার নেতৃত্ব ভোলা-২ আসনের সাবেক এমপি হাফেজ ইব্রাহীমের পরিবহনে হামলার অভিযোগও উঠেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনের বিরুদ্ধে পাছটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।