চট্টগ্রামের ভেজাল কারখানায় ইউএনওর অভিযান

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম | 2023-08-24 15:18:10

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১হাজার ২০০ লিটার ভেজাল ঘি নষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া ঘি তৈরির জন্য লাল সার, ডালডা,পামওয়েলসহ বিভিন্ন রং মিশ্রিত পদার্থ জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কবির চেয়ারম্যানের বাসায় পরিচালিত বাঘা বাড়ির কারখানায় পরিচালনা করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বার্তা২৪.কমকে জানান, কারখানাটিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমস উপকরণ দিয়ে ঘি তৈরি করছিল। এমন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে ক্ষতিকর উপকরণ নষ্ট করা হয়।

তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে। অভিযানে উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) সম্রাট খীসা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর