আওয়ামীলীগ যে নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক ৭ নভেম্বর: শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে জিয়া পরিষদ সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগের বিরুদ্ধে লড়ে গেছি। ১৭ বছর ধরে বিএনপি কঠিন আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল।শত শত নেতাকর্মী শহীদ হয়েছে,গুম হয়েছে, জেলে গিয়ে নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল নেতৃত্ব৷ এক কিংবদন্তির নাম কিন্তু জিয়ার রাজনৈতিক দলের মূল্যায়ন আমরা এখনো করতে পারিনি তার একটি প্রধান কারণ যেদিন থেকে দেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর থেকেই জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। তখন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ কলকাতা ও আগরতলা বসে ছোট করার চেষ্টা করেছে। যুদ্ধে দর্শকের ভূমিকায় যারা ছিল তারা সবসময় জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর ইতিহাস বিকৃত হয়ে গেছে বলে ও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রয়োজনবোধে বাংলাদেশিরা সব পারে। জুলাই আগষ্ট এর বিপ্লব বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ছাত্রজনতারা প্রমাণ করেছে তারা সাহসী জাতি। একাত্তরের যুদ্ধে আমরা যোদ্ধাদের ট্রেনিং দিয়েছিলাম তারপরে তারা শত্রুর মোকাবেলা করেছিল কিন্তু এবারের ছাত্ররা অন্যরকম সাহসিকতার পরিচয় দিয়েছে। তারা নিরস্ত্র অবস্থায় হেলিকপ্টার, পুলিশের সামনে গিয়েছে। একটি গুলি করলে যেখানে মানুষ পালিয়ে যায় সেখানে তারা ভয়ে কেউ পেছায়নি।হাসিনা কত নিষ্ঠুর এখন পাশের দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাচতে চায়।
এসময় তিনি জাতীয়বাদী দল সহ সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব বজায় রাখার আহবান জানান।
জিয়া পরিষদের সভাপতি ড. মো:শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া পরিষদ সহ সভাপতি এডভোকেট জহির আলী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।