ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-11-14 16:16:27

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিল (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মৃত শা‌কিল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বড়গাঁও এলাকার জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাকিল গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ২২ জন ভর্তি আছেন। এর মাঝে পুরুষ ১৬ জন, নারী ৫ জন, শিশু ১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন, হাসপাতাল ছেড়েছেন ৩০ জন।

এ সম্পর্কিত আরও খবর