রোহিঙ্গা নিবন্ধন ১০ লাখ ছাড়ালো

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-15 00:12:25

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের নিবন্ধন সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)। বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের নিবন্ধন করছে বাংলাদেশ সরকার। গতকাল বুধবার ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, গত মঙ্গলবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৪ হাজার ৭৮২ জনের নিবন্ধন করা হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা আসতে শুরু করলে তাদের সংখ্যা নিরূপণে আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু করে বাংলাদেশ। পাসপোর্ট অধিদফতর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

এ সম্পর্কিত আরও খবর