ডিএনসিসি উপ-নির্বাচন না হওয়ার আশঙ্কা এরশাদের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-14 02:30:09

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন তিন মাস পর নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সাবেক উপ-পরিচালক ও উত্তরবঙ্গ বৌদ্ধ পরিষদ সভাপতি উত্তম কুমার বড়–য়া জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ আশঙ্কা প্রকাশ করেন। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ সাবেক এ স্বৈরশাসক বলেন, ডিএনসিসি উপ-নির্র্বাচনে আমার দু’জন ভালো মেয়রপ্রার্থী ছিল; কিন্তু প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণার আগেই নির্বাচন স্থগিত হয়ে গেছে। এ নির্বাচন তিন মাস পর হতেও পারে, নাও হতে পারে। অনুষ্ঠানে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল ডিএনসিসি মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৯ জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর