‘সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে আসছে সাইবার সুরক্ষা আইন’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-19 13:32:46

অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।

আসিফ নজরুল বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দু-একদিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে।

তিনি জানান, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে। আরও বলেন, ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।

আসিফ নজরুল বলেন, অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার বিষয়গুলো দেখছে। কঠোর হলে সরকার ভালোভাবেই কঠোর হবে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। আমরা প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে পূর্বের পেশায় ফিরে যেতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে পালিয়েছে, পরিবার ও স্বজনদের তিন দিন আগে পাঠিয়েছে। অথচ ফোন কলের মাধ্যমে কর্মীদের বিপদে ফেলছে। নেতাকর্মীদের তাকে প্রশ্ন করা উচিত কেন পালিয়েছেন?

এ সম্পর্কিত আরও খবর