রাঙামাটি বেতারকে সংস্কার করে যুগোপযোগী করা হবে: মহাপরিচালক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাঙামাটি | 2024-11-21 15:09:28

রাঙামাটি বেতারকে সংস্কার করে যুগোপযোগী করা বলে জানিয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাঙ্গামাটি বেতারের অস্থায়ী অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার, যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা' এ প্রতিপাদ্যে সুধী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা বর্তমান সংস্কারের এই সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে চাই। আর সংস্কার হবে যুগোপযোগী এবং প্রাসঙ্গিক।

এসময় বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো.তারিকের সভাপতিত্বে, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ জাহেদা সুলতানা, বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ, উপ-আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. মিনহাজ মুরশিদ, বেতার কেন্দ্রের সিনিয়র ঘোষক শিখা ত্রিপুরা, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ও বেতার ঘোষক তারেক আহমেদ, বেতার ঘোষক মো. কাওসার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর