ময়মনসিংহে ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-11-21 16:30:18

ময়মনসিংহের মুক্তাগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৭ প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুক্তাগাছা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনিময় কসমেটিকসকে ৪ হাজার, রিয়াদ স্টোরকে ৫ হাজার, সামিয়া কসমেটিক্সকে ৪ হাজার, মেসার্স হাসেন বীজ ভান্ডারকে ৫ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে ৩ হাজার, বৈশাখি বীজ ভান্ডারকে ২ হাজার ও ভিআইপি কসমেটিকসকে ১ হাজার জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানের সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদহীন পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম।

এ সম্পর্কিত আরও খবর