পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-22 01:43:25

চট্টগ্রাম নগরীতে পুলিশের ওপর হামলা করে বিষ্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম রায়হান উদ্দিন। তিনি জেলার সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার আসামি। এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে নগরীর আকবর শাহ থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নাছির উদ্দিন নামের এক সদস্য আহত হয়েছেন। তাকে বর্তমানে কনস্টেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর নগরীর আকবর শাহ থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় হামলায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. মফিজ, ইকবাল, ফয়েজ ও শিমুল মিয়া।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ কর্মকর্তা) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালিয় বিস্ফোরক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কালকে (শুক্রবার) আদালতে প্রেরণ করা হবে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ড থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিস্ফোরক মামলার আসামি রায়হান উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হন পুলিশ কনস্টেবল নাছির উদ্দিন। একপর্যায়ে হামলাকারীরা গ্রেফতার আসামি রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ সম্পর্কিত আরও খবর