বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন।
শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন। তিনি জানান, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের গ্লাস ভেঙে যায়।
এ খবর শুনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওনা করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় পৌঁছলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেফতার দেখান পুলিশ। এদিন জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (কাঁঠালিয়া) আদালতে সাবেক এ এমপিকে হাজির করা হয়। পরে বিচারক আফরোজা বিনতে শহীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালতে চত্বরে বিক্ষুব্ধ জনতা তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করে।