লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-11-23 17:15:40

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে বার্ষিক ওরশ ও মেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কাঞ্চনপুর ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে সাবেক চেয়ারম্যান খালেক ও তার ছেলে ছোটন এবং বিপক্ষ গ্রুপের শাহাদাত, শাহ আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, আগামী ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী কাঞ্চনপুর শাহ্ মিরান দরগাহ শরীফে অনুষ্ঠিত হবে পীরানে গাউসুল আযম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)-এর পৌত্র (নাতি) বিশ্ব ওলী হযরত সৈয়দ শাহ্ মিরান (রহঃ)-এর বার্ষিক ওরশ। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দরগাহ এলাকায় কয়েক হাজার দোকানি অস্থায়ী মেলার আয়োজন করেন। তবে মেলার আয়োজনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয়রা জানান, মেলার দোকান বরাদ্দ ও আয়োজনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাবেক চেয়ারম্যান খালেক ও তার ছেলে ছোটন গুরুতর আহত হন। একই সঙ্গে প্রতিপক্ষের শাহাদাত ও শাহ আলমসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই ওরসকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর