গাইবান্ধায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-11-23 18:41:58

গাইবান্ধায় ছয় পা নিয়ে জন্মেছে একটি গাভীর বাছুর। এমন বিরল বাছুরের জন্ম নেওয়ার খবরে সাড়া পড়েছে গ্রামে। বাছুরটি দেখতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে জন্ম নেয় বাছুরটি। তবে, বাছুরটির অতিরিক্ত পা দুটি গাড়ের ওপরে। বাছুরটির মালিকের নাম জাহাঙ্গীর আলম জিন্নাহ।

কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহ জানান, শুক্রবার দুপুরে আমার গাভীটি ছয় পা বিশিষ্ট একটি এড়েঁ বাছুরের জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত পা দুটি ঘারের ওপর। এমন বাছুর দেখে প্রথমে আমরা আতঙ্কিত হই। পরে চিকিৎসকের পরামর্শ নিলে অভয় দেন। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, বাছুরটির ছয় পা হলেও বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এসময় এমন ঘটনা বিরল বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর